গ্রেফতার সহজ করতেই বন্ধ ফেইসবুক

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৫

গ্রেফতার সহজ করতেই বন্ধ ফেইসবুক

Facebook

সুরমা মেইল : সন্ত্রাসীদরে চিহ্নিত এবং গ্রেফতার সহজ করতেই সামাজকি যোগাযোগ মাধ্যম ফেইসবুক বন্ধ থাকছে আরো কয়েকদিন।  এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র জানায়, আইন রক্ষাকারী বাহীনির সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর পরার্মশ নিয়েই যথাসময়ে ফেইসবুক খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, ফেইসবুক বন্ধ রাখায় সন্ত্রাসীরা বাধ্য হয়ে মোবাইল ফোনে আলাপ করছে। এতে সন্ত্রাসীদরে চিহ্নিত করা সহজ হচ্ছে।

শিগ্রই ফেইসবুক খুলে দেওয়া হবে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলনে, আমরা এটি নিয়ে বসবো। আলােচনা করে তারপর ব্যবস্থা নেবো। আমি আগেই বলেছি ফেইসবুক সাময়কিভাবে বন্ধ রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালইয়ের একটি সূত্র জানায়, ফেইসবুক বন্ধ থাকায় সন্ত্রাসীরা বিকল্প পথ হিসেবে মোবাইল ফোন মেসেজে অথবা কল করে যোগাযোগ অব্যাহত রাখছে। আর সে কারণে সন্ত্রাসীদরে চিহ্নিত করে গ্রেফতার করা আইন-শৃঙ্খলা বাহীনির জন্য সহজ হচ্ছে। তাই সন্ত্রাসীদরে গ্রেফতার করতেই ফেইসবুক আরো কয়েকদিন বন্ধ রাখা হচ্ছে। তবে যথা সময়ে খুলে দেওয়ার হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com