সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : মাগুরার মোহাম্মদপুরে প্রতিপক্ষের লাঠিপেটায় আব্দুর রশিদ বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পেশায় তিনি একজন ঘটক ছিলেন।
নিহতের স্বজনরা জানান- সোমবার রাতে বিয়ের ঘটকালির পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের ফিরোজ মণ্ডলের সঙ্গে আব্দুর রশিদ বিশ্বাসের বাকবিতণ্ডা হয়। পরে ফিরোজ মণ্ডল তার লোকজন নিয়ে আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে ঢুকে তাকে লাঠিপেটা করে।
গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। রশিদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি