ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে এসিড নিক্ষেপ

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে এসিড নিক্ষেপ

images (1)
সুরমা মেইল নিউজ : রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সুরুজ আলম খান (৩৫), তার স্ত্রী মাহফুজা আক্তার সুবর্ণার (২৮), তাদের সন্তান সানজিদা সুলতানা রিমা (৯), এবং সূবর্ণার বোন নিলুফার আক্তার (৩২)।

সূর্বণা জানান, তিনি স্থানীয় একটি গার্মেন্টে কাজ করেন। ভোরে ঘরের দরজা খোলা থাকা অবস্থায় মুখোশ পরা দুই যুবক ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওই যুবকদের পাশে দাঁড়িয়ে ছিলেন। পারিবারিক কলহ থাকায় এ ঘটনায় তার স্বামী জড়িত থাকতে পারেন বলে সুবর্ণার অভিযোগ। রুপনগর থানার ওসি শহীদ আলম জানান, তারা ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com