ঘাস নিয়ে বাড়ি ফেরা হলনা যুবকের

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

ঘাস নিয়ে বাড়ি ফেরা হলনা যুবকের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরুর জন্য হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মাসুক আহমেদ (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মাসুক আহমেদ পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাসুক আহমেদ তার বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com