সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ৫ মাসের শিশুপুত্রকে গলা কেটে হত্যা করেছে মা। এ ঘটনায় ওই মাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাঁতী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন টুঙ্গীপাড়া উপজেলার পাটগাঁতী দক্ষিণপাড়া গ্রামের বুলু শেখের ছেলে।
টুঙ্গীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, পাটগাঁতী দক্ষিণপাড়া গ্রামের বুলু শেখের স্ত্রী লিপি বেগম ব্লেড দিয়ে তার শিশুপুত্র ইয়াসিন শেখকে গলা কেটে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই শিশুর মাকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক মা জানিয়েছেন, শিশুটি কান্নাকাটি করে এবং তাকে বিরক্ত করায় রাতের বেলায় ঠিকমত ঘুমাতে পারেন না। তাই অতিষ্ঠ হয়েই শিশু সন্তানকে হত্যা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি