চকলেট থেকে সাবধান

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬

চকলেট থেকে সাবধান

ch

সুরমা মেইল নিউজ   : ডার্ক চকলেট পছন্দ করে না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। এই চকলেট খেতে যেমন সুস্বাদু তেমনি এর স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। তাই বেশিরভাগ মানুষ চকলেট পছন্দ করেন।চকলেটের কথা বলতে গেলে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় চকলেট এর নাম মনে আসে ডেইরী মিল্ক। এই চকলেটের মাঝে বিভিন্ন ফ্লেভার রয়েছে। একেক জনের নিকট একেক রকমের পছন্দ রয়েছে।সম্প্রতি এই চকলেট নিয়ে একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে। একটি চকলেট প্যাকেট থেকে খলার পর এতে ভয়ানক পোকা পাওয়া গেছে।সেই ভিডিও কেউ একজন ইন্টারনেটে পোস্ট করেছে। এখন মানুষ এই চকলেট নিয়ে আতংকিত। সত্যি কি অবহেলার মাঝে তৈরি করা হয় এসব চকলেট। যার ফলে এরকম বাজে পরিস্থিতির শিকার হতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com