চঞ্চল ধারাবাহিক ঘোড়ার ডিম !

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ১০, ২০১৬

চঞ্চল ধারাবাহিক ঘোড়ার ডিম !

download (5)

বিনোদন ডেস্ক : ঘোড়ার ডিম! একটি প্রচলিত শব্দ। যাকে অর্থ করা হয় ‘নামে আছে কামে নাই’। এই ঘোড়ার ডিম, অর্থাৎ অশ্বডিম্বকে ঘিরে তৈরি হচ্ছে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। এই নাটকের চিত্রনাট্যটিও তৈরি করেছেন তিনি। এরই মধ্যে পুবাইলের একটি বাড়িতে শুরু হয়েছে শুটিংয়ের কাজ। প্রাথমিকভাবে নাটকটির নাম অশ্বডিম্ব রাখা হলেও এটি পরিবর্তন হতে পারে এমনটাই জানালেন পরিচালক অনিমেষ আইচ।

আইচ বললেন, এটা একটা গ্রামের গল্প। গ্রামের একটি জায়গায় একটা প্রতীকী ঘোড়ার ডিম পাওয়া যায়। সেটাকে ঘিরেই একেকজন একেক রকম কাণ্ডকারখানা ঘটায়। পুরোপুরি কমেডি গল্প। দর্শকেরা উপভোগ করবেন।

নাটকের অভিনয়শিল্পী মৌসুমী হামিদ বললেন, শুটিং লোকেশনটা দারুণ। এমন জায়গায় শুটিং করতে ভালো লাগছে। গল্পের সঙ্গে জায়গাটার দারুণ মিল পাওয়া গেছে।

অশ্বডিম্বতে অভিনয় করছেন ফারুক আহমেদ, আজাদ আবুল কালাম, চঞ্চল চৌধুরী, ভাবনা, মৌসুমী হামিদ, ফারহানা মিঠু, রাজিব সালেহীন, মাহমুদুল ইসলামসহ আরো অনেকে। আগামী ঈদুল ফিতরে এটি প্রচারিত হবে এনটিভিতে এমনটাই জানিয়েছেন পরিচালক অনিমেষ আইচ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com