চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

download (1)সুরমা মেইল নিউজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক উপ-কমিশনার ও পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। রবিবার (৫ জুন) সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, সকালে ছেলে মাহিরকে স্কুলে নেয়ার জন্য নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকার ১ নম্বর বিল্ডিং ‘ইক্যুইটি সেন্ট্রিয়াম’ নামের আ্যাাপার্টমেন্ট থেকে বের হন মিতু আক্তার। বাসা থেকে ২০০ গজ দূরে জিইসি মোড়ের ওয়াল ফুডের সামনে গেলে মোটরসাইকেলে আসা ৩ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত এবং কয়েক রাউন্ড গুলি করে হত্যার পর পালিয়ে যায়। এ সময় অল্পের জন্য রক্ষা পায় শিশু মাহির। ঘটনার পরপরই সিএমপি কমিশনার ও জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ডিবি পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আশপাশের বিল্ডিং থেকে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

নিহত মিতু ছেলে মাহির আক্তার ও মেয়ে তাবাসসুমকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ছেলে নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এসপি বাবুল আক্তার বৃহস্পতিবার (২ জুন) দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য ঢাকায় অবস্থান করছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com