চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫

চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা

Ctg-2

সুরমা মেইল. ডেস্ক: চট্টগ্রাম কলেজে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনার পর দুটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার গভীর রাতে সিএমপির চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলায় ইসলামী ছাত্রশিবিরের ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১১৩ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে আটক ৭০ জনের মধ্যে ১৪ জন ছাড়া বাকী সবাইকে আওয়ামী লীগের নেতারা ছাড়িয়ে নেন।

চকবাজার থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই মো. কামাল জানান, বুধবার ছাত্রলীগ-শিবির সংর্ঘষের পর চট্টগ্রাম কলেজ এলাকা থেকে চারটি কিরিচ, ৩টি গুলির খোসা, দুটি পিস্তলের গুলি খোসা, একটি খালি জর্দার কোটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয়। এসব উদ্ধারে ঘটনায় দুটি মামলা দায়ের করা হয় বলে তিনি জানান।

প্রসঙ্গত, বুধবার দুপুরে মহান বিজয় দিবসে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে ছাত্রলীগ কর্মীরা ফুল দিতে গেলে শিবির বাধা দেয়। এতেই দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com