চলছে আ.লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬

চলছে আ.লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা
hasina
সুরমা মেইল নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব। রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালিত হলেও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত থাকায় সোমবার হচ্ছে এই সমাবেশ। বেলা আড়াইটায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। তবে জনসভার সভাপতি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তখন সভাস্থলে ছিলেন না। বেলা সোয়া ৩টার দিকে শেখ হাসিনা জনসভায় উপস্থিত হলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জনসভার মঞ্চে রয়েছেন। বিভিন্ন স্থান থেকে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসছেন। এই জনসভার কারণে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com