সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সারাদেশের ন্যায় আজ সোমবার সকাল দশটা থেকে সিলেটেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৮৪ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীয় অংশ নেওয়ার কথা। গতবছরের চাইতে পরীক্ষার্থী বেড়েছে ১২ হাজার ৩২৬ জন। গতবছর ছিল ৭২ হাজার ২৬০ জন।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে সিলেট বিভাগের সিলেট জেলা থেকে এবার ৩১ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া হবিগঞ্জ জেলা থেকে ১৫ হাজার ৭০৮ জন, মৌলভীবাজার জেলা থেকে ১৯ হাজার ৩৮৯ জন এবং সুনামগঞ্জ জেলা থেকে ১৭ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডের চার জেলায় ১১৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগের সিলেট জেলায় ৪৪ কেন্দ্র, হবিগঞ্জে ২৬ কেন্দ্র, মৌলভীবাজারে ২৩ এবং সুনামগঞ্জ জেলায় ২৬টি কেন্দ্র রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ৬৯৬ জন ছাত্র এবং ৪৬ হাজার ৮৯০ জন ছাত্রী রয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খান বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নকল ঠেকাতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে ৫৫টি টিম তদারকি করছে।
Design and developed by ওয়েব হোম বিডি