চলছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল, সিলেটে যান চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৬

চলছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল, সিলেটে যান চলাচল স্বাভাবিক

hortal-sokal-sonda

সুরমা মেইল নিউজ : যুদ্ধাপরাধী জামায়াত নেতা ’৭১-এর আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালের প্রতিবাদে । বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের প্রভাব নেই সিলেটে। ভোর থেকে সিলেটের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা যাচ্ছে। সকাল ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া এলাকায় টায়ার জ্বালিয় বিক্ষোভ করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় তারা ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মিরবক্সটুলা এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু করে নাগরিক ব্যস্ততা। খুলতে শুরু করে দোকানপাট। নগরীর প্রতিটি পয়েন্টে রয়েছে পুলিশের কড়া নজরদারি। পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাব সদস্যরাও। নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com