চলতি বছরে বজ্রপাতের আঘাতে ১৯২ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৬

চলতি বছরে বজ্রপাতের আঘাতে ১৯২ জনের মৃত্যু
images (2)
সুরমা মেইল নিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, চলতি বছরে দেশে বজ্রপাতে ১৯২ জনের মৃত্যু হয়েছে। তিনি সংসদে সরকারি দলের সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারপত্র বিলিসহ সরকারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ মোতাবেক প্রতিবছর বজ্রপাতে মৃত ব্যক্তির পরিবারকে ২০ থেকে ২৫ হাজার টাকা মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসন ত্রাণ সহায়তা দিয়ে থাকে। এ ছাড়া আহত ব্যক্তির চিকিৎসার জন্য ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
সরকারি দলের সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় ১৫ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬ জন লোক নিহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের মধ্যে পাঁচ হাজার ৬৮২ মেট্রিক টন চাল এবং এক কোটি ৮১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com