সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৫
সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিমানের চলন্ত ইঞ্জিনে ঢুকে প্রাণ হারিয়েছেন রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার প্রকৌশলী রবি সুব্রামনিয়াম। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যথাযথ কর্তৃপক্ষ। বুধবার ভারতের ছত্রাপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটেছে।
বুধবার স্থানীয় সময় রাত পৌণে নয়টার দিকে মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই-৬১৯ ফ্লাইটটি। ওড়ার আগে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চলছিল। বিমানটি রানওয়ে ধরে ছুটে যাওয়ার মিনিট চারেক বাকি। বিমানের ডান দিকে নাকের কাছে দাঁড়িয়ে তদারকি করছিলেন গ্রাউন্ড প্রকৌশলী সুব্রামনিয়াম (৫৬)। অকস্মাৎ বাতাসের টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান তিনি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে ওই কর্মী কিভাবে বিমানের ইঞ্জিনের কাছে চলে এসেছিল তা এখনো পরিস্কার নয়। নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান আসওয়ানি লোহানি।
তবে এয়ার ইন্ডিয়ার এক গোপন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিমানের কো পাইলট ও প্রকৌশলীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণেই ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটেছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য বিমানের ওই কোপাইলট, পাইলট ও সিনিয়ন ক্যাপ্টেনকে ডেকে পাঠিয়েছে ওই দুর্ঘটনার ওপর গঠিত তদন্ত কমিটি।
Design and developed by ওয়েব হোম বিডি