চাঁদাবাজির অভিযোগে সিলেটে পুলিশের ১৩ সদস্য ক্লোজড

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে সিলেটে পুলিশের ১৩ সদস্য ক্লোজড

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১৩ জনকে ক্লোজড করা হয়েছে। অবৈধভাবে টিলা কেটে উত্তোলন করা পাথর পরিবহনের গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত ‍পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা তাঁদের ক্লোজড করেছি। বর্তমানে তাঁরা কর্মস্থলহীন পুলিশ লাইনে সংযুক্ত থাকবেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এরআগে সোমবার (১০ জানুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমানের স্বাক্ষরিত আদেশে এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসানকে ক্লোজড করা হয়।

 

আর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত অপর আদেশে কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়কে ক্লোজড করা হয়। উভয় আদেশেই ১৩ জনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

(সুরমামেইল/এসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com