চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে হবিগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে হবিগঞ্জে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলা শহরের কোর্ট মসজিদ সম্মুখে ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি’ পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের জেরে চাকরিচ্যুতরা এ কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি (পিলখানা) ঢাকায় পরিকল্পিত হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। এছাড়া যারা নির্দোষ তাদের মুক্তি দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক। পিলখানার হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিধায় তথাকথিত বিডিআর বিদ্রোহ কথাটি বাতিল করতে হবে।

 

তারা আরো বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এ কারণে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাকরিচ্যুত নিরাপরাধ বিজিবি সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানাচ্ছি।

 

মানববন্ধনে উপস্থিতি ছিলেন- হবিগঞ্জ জেলার বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও অত্র জেলার বঞ্চিত বিডিআর পরিবারের সসস্যরা।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com