চাঞ্চল্যকর ৪ শিশুহত্যা: রিমান্ড শেষে কারাগারে আসামি সালেহ

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

চাঞ্চল্যকর ৪ শিশুহত্যা: রিমান্ড শেষে কারাগারে আসামি সালেহ

1457011330
সুরমা মেইল নিউজ : হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর চার শিশু হত্যাকান্ডের আসামি সালেহ আহমেদকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সালেহ আহমেদের রিমান্ড শেষে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৩ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি মোক্তাদির হোসেন সালেহ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু অপহরণ হয়। পরে ১৭ ফেব্রুয়ারি গ্রামের অদূরে একটি খালি জায়গা থেকে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com