চার বছর পর ঢাকায় সুস্মিতা সেন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫

চার বছর পর ঢাকায়  সুস্মিতা সেন

sushmitasen1

সুরমা মেইলঃ চার বছর পর আবার ঢাকায় এলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেট এয়ারওয়েজের উড়োজাহাজে চড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সাবেক এই মিস ইউনিভার্সের এবারের সফর।

জানা গেছে, ইউনিলিভারের পণ্য ‘ট্রেসেমে’ শ্যাম্পুর বাজারজাতকরণ উপলক্ষে সন্ধ্যা ৭টায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ফ্যাশন শো। এতে মূল শো-স্টপার হিসেবে দেখা যাবে সাবেক মিস ইউনিভার্স সুস্মিতাকে। পাশাপাশি থাকছেন দেশীয় নাটক, চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা।

আয়োজকরা জানান, আগামীকাল সকালে মুম্বাই ফিরে যাবেন সুস্মিতা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com