সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৬
স্পোর্টস ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে ৪ স্কুলছাত্রকে লোমহর্ষক খুনের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আজ সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে শিশুদের উপর এই নির্যাতনের প্রতিবাদ জানান।
তিনি তার পোস্টে বলেন, ‘আমরা কি জীবনেও বদলাবনা? এসবের শেষ কবে? আমাদের মানবতা কোথায় হারিয়ে গেল? শিশু নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না।’
তিনি তার পোস্টের সাথে একটি ছবি আপলোড করেন, যেখানে সে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছেন। যেখানে লিখা রয়েছে, ‘প্লিজ স্টপ দিস হাইনাস অ্যাক্ট। রেইজ ইওর ভয়েজ নাও।’ যার অর্থ ‘এরকম বীভৎস নির্যাতন বন্ধ করুন। এখনি প্রতিবাদের আওয়াজ তুলুন।’
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ (৮), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার নুরানি প্রথম শ্রেণির ছাত্র আব্দুল কাদিরের ছেলে ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে শুভ, মনির ও তাজেল একে অপরের চাচাতো ভাই। ইসমাইল তাদের প্রতিবেশী। অপহরণের পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালু মিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ পাওয়া যায়। গুন্দ্রাটিকি গ্রামের গ্রাম পঞ্চায়েত আব্দুল আলী ওরফে বাগল মিয়ার সঙ্গে নিহত শিশুদের অভিভাবকদের পক্ষের পঞ্চায়েত খালেক মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। মাসখানেক আগে গ্রামের একটি বড়ইগাছ কাটাকে কেন্দ্র করে বাগল মিয়ার সঙ্গে খালেক মিয়ার আবারও ঝগড়া হয়। এর জের ধরেই ওই চার শিশুকে হত্যা করিয়েছেন বাগল মিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি