সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : অদূর ভবিষ্যতে ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলার সংখ্যা বৃদ্ধি পাবে। কারণ প্রযুক্তিগতভাবে আরও উন্নত হতে চলেছে আইএসের সংগঠন। বোমা হামলার জন্য গুগলের মতো চালকবিহীন গাড়ি তৈরির কথা ভাবছে তারা! সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন ন্যাটোর নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, আইএস-এর প্রযুক্তিবিদরা কোনও জনবহুল এলাকায় তাদের চালকহীন গাড়িতে বোমা বিস্ফোরণ করে পরীক্ষা করতে পারে, তা ঠিকভাবে কাজ করছে কি না।
গুগল যখন চালকহীন গাড়ি বাজারে নামানোর জন্য তৈরি হচ্ছে, আইএস-ও ঠিক তখনই নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে। তারা সফল হলে বড়সড় চাপের মুখে পড়বে গোটা ইউরোপ।
বিশেষজ্ঞদের দাবি, গুগলের সৌজন্যে আগামী কয়েক বছরের মধ্যেই হাজার হাজার চালকহীন গাড়ি ব্রিটেনের রাস্তায় দাপিয়ে বেড়ানোর কথা। আর এই সুযোগে এই দেশে অনায়াসেই থাবা বসাতে পারবে এই জঙ্গি গোষ্ঠী।
ন্যাটোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট জ্যামি সিয়া জানান, সিরিয়ার রাকায় জঙ্গিদের বোমা তৈরির কারখানাতেই নতুন প্রযুক্তির গাড়ি তৈরির কাজ চলছে৷ তারা প্রতিনিয়ত সেই কারখানার দিকে নজর রেখে চলেছেন। কিন্তু আইএস-কে আটকানো না গেলে এর ফল কী হতে পারে, তা ভেবেই শিউড়ে উঠছে ন্যাটো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি