চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৬

চিকিৎসক হত্যার দায় স্বীকার আইএসের

isসুরমা মেইল নিউজ : ইসলাম থেকে খিষ্ট্রধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে হোমিও চিকিৎসক সামির আল দিন নামের এক ব্যক্তিকে হত্যার দায় স্বীকার করেছে আইএস।বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বেলেখাল বাজারে নিজের হোমিও ফার্মেসিতে খুন হন ৮৫ বছর বয়সী চিকিৎসক সামির মন্ডল।উগ্রপন্থী সংগঠনগুলোর অনলাইন তৎপরতা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এমনটা দাবি করা হয়েছে।সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ এ নিয়ে একটি টুইটে বলেছেন, বাংলাদেশে আরেকটি অভিযানের দায় স্বীকার করেছে আইসিস: বাংলাদেশের পশ্চিমে খ্রিষ্টধর্মে ধর্মান্তর হওয়ার কারণে সামির আল দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। উল্লেখ্য, তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে। বুধবার দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে ছুরি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনাকে নিছক হত্যাকাণ্ড হিসেবেই ধরে নিয়েছিলেন এলাকার লোকজন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com