চিতায় আগুন দেওয়ার আগেই জেগে উঠলেন মৃত ব্যক্তি

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

চিতায় আগুন দেওয়ার আগেই জেগে উঠলেন মৃত ব্যক্তি

ছবি: প্রতীকী


আন্তার্জাতিক ডেস্ক :
অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের সব প্রক্রিয়া প্রায় শেষ। চিতায় আগুন দেওয়ার আর মাত্র কিছুক্ষণ বাকি। এর আগেই জেগে উঠলেন মৃত ব্যক্তি। ভারতের রাজস্থানে ঘটেছে এমন ঘটনা। শনিবার (২৩ নভেম্বর) চিকিৎসা কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফটি এই খবর জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, মৃগীরোগে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার ময়নাতদন্ত প্রক্রিয়া এড়িয়ে যান দায়িত্বরত চিকিৎসক।

 

চিকিৎসা কর্মকর্তারা জানান, মৃত ঘোষণার পর ওই ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া শুরু হয়। তবে আগুন দেওয়ার আগেই সাজানো চিতা থেকে জেগে উঠেন তিনি।

 

ওই ব্যক্তি ২৫ বছর বয়সী রোহিতাশ কুমার। তার বাক ও শ্রবণ শক্তিতে সমস্যা ছিল। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যের ঝুনঝুনুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

তবে মৃত্যুর কারণ জানার জন্য প্রয়োজনীয় ময়নাতদন্তের পরিবর্তে চিকিৎসকরা তার দেহ মর্গে পাঠায়। এর পর হিন্দুরীতি অনুযায়ী সৎকারের ব্যবস্থা করা হয়।

 

হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডি. সিং এএফপিকে বলেছেন, একজন ডাক্তার ‘প্রকৃতপক্ষে ময়নাতদন্ত না করেই রিপোর্ট তৈরি করেছিলেন এবং মৃতের দেহটি সৎকারের জন্য পাঠান।’

 

ডি. সিং বলেছিলেন, ‘চিতা জ্বালানোর কিছুক্ষণ আগে, রোহিতাশের শরীর নড়াচড়া শুরু করেছিল। তিনি বেঁচে ছিলেন এবং শ্বাস নিচ্ছিলেন।’

 

এরপর রোহিতাশকে দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার সময় শুক্রবার তাকে আবারও মৃত ঘোষণা করা হয়।

 

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন ডাক্তারকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com