সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৫
সুরমা মেইলঃ হৃদরোগে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ‘কৃষষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শুটিং ইউনিটের লোকজন চিকিৎসার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানান, রিয়াজের অবস্থা বেশ গুরুতর। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
হাসপাতালে রিয়াজের সঙ্গে আছেন চলচ্চিত্র পরিচালক এস এ হক অলীক ও ‘কৃষষ্ণপক্ষ’ চলচ্চিত্রের সহকারী পরিচালক জুয়েল রানা। এস এ হক অলীক বলেন, ছবির একটি দৃশ্যধারণের মুহূর্তে রিয়াজ খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। এর পরই হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। শুটিং ইউনিটের সবাই তার কাছে গেলে দেখা যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
চিত্রনায়ক রিয়াজ দীর্ঘদিন পর চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। ১ অক্টোবর থেকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রে কাজ করছেন। এটি পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন।
Design and developed by ওয়েব হোম বিডি