চীন আমাদের ড্রোন চুরি করেছে

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

চীন আমাদের ড্রোন চুরি করেছে

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন সমুদ্রড্রোন চুরি করার জন্য চীনকে অভিযুক্ত করেছেন। তিনি একে নজিরবিহীন ঘটনা বলেও উল্লেখ করেন।

বৃহস্পতিবার মার্কিন চালকবিহীন সমুদ্রড্রোনটি দক্ষিণ চীন সাগর থেকে আটক করে বেইজিং। আমেরিকা দাবি করছে, ড্রোনটি মহাসমুদ্রবিদ্যা বিষয়ক গবেষণার কাজে লিপ্ত ছিল। এ বিষয়ে ট্রাম্প শনিবার সকালে অনেকটা চটজলদি টুইট বার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, মার্কিন সম্পদ চুরি করেছে চীন।

এদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন সমুদ্রডোন আটকের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বেইজিং। তবে ট্রাম্পের টুইটার বার্তার পর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিষয়টিতে মার্কিন কর্মকর্তারা উত্তেজনা বাড়িয়ে চলেছেন।

চীনা সামরিক বাহিনী ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, চীনা নৌবাহিনী সবসময় সতর্ক রয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার শেষ সংবাদ সম্মেলন করেছেন তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেন নি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com