চুনারুঘাটে ট্রাক্টরচাপায় কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

চুনারুঘাটে ট্রাক্টরচাপায় কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাট পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রাণীগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে রাণীগাও এলাকায় মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজ মিয়াকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশটির ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রাক্টরটি আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com