চুপ, ভাই কিছু ভাবছে

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৬

চুপ, ভাই কিছু ভাবছে

Musarrof

বিনোদন ডেস্ক : অল্প সময়তে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলো সাগর জাহান নির্মিত্য ‘সিকান্দার বক্স’। গেলো ঈদুল আযাহায় শেষ হয়েছে দর্শক নন্দিত এই ধারাবাহিকটি। যা বহু দর্শকই এর সমাপ্তিটা মেনে নিতে পারেননি।

২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচারিত হয়েছিল মোশাররফ করিম ও অপি করিম অভিনীত একক নাটক ‘চুপ, ভাই কিছু বলবে’। আসছে ঈদে এই নাটকের সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।

জানা গেছে- সম্প্রতি অস্ট্রেলিয়ায় টানা চারটি নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরেছেন মোশাররফ করিম। তবে একদিন বিশ্রাম নিয়ে আবারো শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আসছে ঈদুল ফিতর, এ উপলক্ষে বেশ কিছু নাটকে সিডিউল দিয়ে রেখেছেন এই অভিনেতা। সেগুলোর একটি ‘চুপ, ভাই কিছু ভাবছে’ গত ১৬ এপ্রিল রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ছয় পর্বের নতুন এই নাটকের শুটিং।

উল্লেখ্য, গেল কয়েকটি ঈদে মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক ‘সিকান্দার বক্স’ দর্শকদের পছন্দের শীর্ষে ছিল। কিন্তু গত ঈদুল আজহার পর জনপ্রিয় এই ঈদ ধারাবাহিকটি আর কোন পর্ব নির্মাণ না করার ঘোষণা দেন পরিচালক সাহর জাহান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com