চুল স্ট্রেইট করছেন? জেনে রাখুন ৫ ক্ষতি

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

লাইফস্টাইল ডেস্ক :: এখন কোকড়া চুল পাল্টে সোজা করে নেন। আর হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের ফলে যে চুলের ক্ষতি হয়, সে বিষয়টি থেকে যায় উপেক্ষিত।

যদিও চুল এভাবে জোর করে সোজা করে দেওয়ার কিছু ক্ষতিকর দিক রয়েছে। এ লেখায় তুলে ধরা হলো সে ক্ষতিকর বিষয়গুলো। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

১. চুল হয় শুষ্ক ও অনুজ্জ্বল : চুল সোজা করতে গেলে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে চুলের ওপর। হেয়ার স্ট্রেইটেনিং প্রক্রিয়া আপনার চুলকে শুষ্ক ও অনুজ্জ্বল করে তোলে। আর এটি বোঝা যাবে চুল সোজা করার পর থেকেই। আপনি যখনই শ্যাম্পু করবেন তখনই বোঝা যাবে চুলের কতটা ক্ষতি হয়েছে। চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হবে। আর এতে চুল হয়ে ওঠে অনুজ্জ্বল ও শুষ্ক। এ ক্ষতি কাটাতে চুলের বহুদিন সময় প্রয়োজন হয়। তবে আপনি যদি নিয়মিত চুল স্ট্রেইট করেন তাহলে তা স্থায়ীভাবেই অনুজ্জ্বল ও শুষ্ক হয়ে উঠবে।

২. রাসায়নিক আপনার বন্ধু নয় : চুল সোজা করার জন্য আয়রনের পাশাপাশি বিভিন্ন রাসায়নিক পদার্থও ব্যবহৃত হয়। তবে রাসায়নিক পদার্থ মানুষের দেহের জন্য ভালো নয়। আর এ কারণে অনেকেই অ্যালার্জিতে আক্রান্ত হন। এছাড়া রয়েছে চুলকানি ও খুশকির মতো সমস্যার আশঙ্কা।

৩. চুল পড়া : চুল সোজা করতে গিয়ে অনেকেই চুলের ক্ষতি করে ফেলেন। আর এতে চুল পড়া সমস্যা বেড়ে যেতে পারে। বিশেষত কড়া রাসায়নিকের ব্যবহারে এ চুল পড়ার হার অনেক বেড়ে যেতে পারে।

৪. সাজানোর সুযোগ কম : কোকড়া চুলের আলাদা সৌন্দর্য রয়েছে। এটি নানাভাবে সাজানো যায়। কিন্তু সোজা চুলের সাজানোর সুযোগ কম। আপনাকে সত্যিই যদি সোজা চুলে মানায় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু অনেককেই কোকড়া চুলে দারুণ সুন্দর দেখায়। চুল সোজা করার ফলে সে সৌন্দর্য নষ্ট হয়।

৫. নতুন চুলের বিপত্তি : অনেকেই চুল কোকড়া থেকে সোজা করার পর এ সমস্যায় পড়েন। এক্ষেত্রে চুল সোজা করার কিছুদিন পরই সমস্যাটি শুরু হয়। চুল বড় হলে নতুন চুল আগের মতোই কোকড়া থাকে। আর পুরনো চুলগুলো সোজা থাকে। এ অবস্থায় উভয় চুল নিয়ে সজ্জা করা অসম্ভব হয়ে ওঠে। আর তাই নতুন চুলগুলোও স্ট্রেইট করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com