চৌহাট্টায় মহিলা পার্টির নেত্রীর গলায় অস্ত্র ধরে ছিনতাই

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

চৌহাট্টায় মহিলা পার্টির নেত্রীর গলায় অস্ত্র ধরে ছিনতাই

images

সুরমা মেইল ডেস্ক :: জাপার জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা হেনা বেগম ছিনতাইর শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে বলে জানান তিনি। রবিবার সকাল ৮টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

হেনা জানান- একটি মানববন্ধনে যোগ দেয়ার জন্য তিনি মিরবক্সটুলা থেকে রিকশাযোগে চৌহাট্টাস্থ শহীদ মিনারে আসছিলেন। চৌহাট্টায় আসার পর একটি মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী এসে প্রথমে তাকে জিজ্ঞেস করে তিনি জাতীয় পার্টি করেন কি-না।

হ্যাঁ সূচক উত্তর দেয়ার পরই এক ছিনতাইকারী ধারালো অস্ত্র বের করে তার গলায় ধরে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com