চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম ২৩ জুন পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম ২৩ জুন পর্যন্ত মুলতবি

download (7)সুরমা মেইল নিউজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আপিল বিভাগে লিভ-টু আপিল বিচারাধীন থাকায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার আত্মসপক্ষ শুনানি পিছিয়ে আগামী ২৩ জুন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার (০২ জুন) সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে সময় আবেদন মঞ্জুর করে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন।

এর আগে বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে পৌঁছান। মামলার কার্যক্রম শুরু হলে খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনে বলা হয়, মামলাটিতে তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরার আবেদন হাইকোর্টও নাকচ করে। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু আপিল দাখিল করা হয়েছে, যা বিচারাধীন। তাই লিভ-টু আপিল নিষ্পত্তি না হওয়ায় পর্যন্ত আত্মপক্ষ শুনানি মুলতবি রাখা প্রয়োজন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৩ জুন আপিল বিভাগের আদেশ ও আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

এরপর আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষীদের জেরার জন্য সময় চাইলেও বিচারক তা নাকচ করে বিচারক ৩০ মিনিট মামলার কার্যক্রম মুলতবি করেন। এই মামলায় সাক্ষীর জেরা শুরু রয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। মামলাটিতে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।

মামলাটিতে খালেদার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com