সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : ছাতকে বিয়ের বরযাত্রীবহনকারী লাইটেস চালকের হামলায় বরযাত্রীসহ আহত ৫।
আহতরা- বরযাত্রী মাসুক মিয়া (২৭), ছোট মিয়া (২৮), অটোরিক্সা চালক কয়ছর আহমদ (২৭)
গুরুতর আহত অবস্তায় মাসুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আশা হয়। বর্তমানে চিকিৎসাধিন অবস্তায় আছেন। তিনি কালারুকা ইউনিয়নের মিত্রগাঁও গ্রামের মতছির আলীর পুত্র। সোমবার সন্ধ্যায় ছাতক-আন্ধারীগাঁও সড়কের বাঁশখালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবুরগাঁও থেকে একটি বিয়ের বরযাত্রী নিয়ে গোবিন্দগঞ্জে যায় পৌর শহরের বাঁশখালা গ্রামের এলকাছ আলীর পুত্র লাইটেস চালক জুয়েল মিয়া। বিয়ে থেকে ফেরার পথে মালামাল পরিবহন নিয়ে চালক জুয়েলের সাথে বর পক্ষের আত্মীয় মাসুক মিয়ার বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় ফোরস্ট্রোক অটোরিক্সা যোগে বরের বাড়ি যাওয়ার পথে ছাতক আন্ধারীগাঁও সড়কের বাঁশখালা এলাকায় গাড়িতে হামলা চালায় জুয়েল ও তার সহযোগীরা। হামলায় বর যাত্রী মাসুক মিয়াসহ ৫ ব্যক্তি আহত হন। বরযাত্রীসহ আহতদের ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে ছাতক হাসপাতালে। এ ঘটনায় মিত্রেরগাঁও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি