সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের ছাতকে জমিনে খড় নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ জন। বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে। সংঘর্ষে নিহত মো: জসিম উদ্দিন কবির (২০) তিনি মির্জাপুর গ্রামের মো: ওয়ারিশ আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- ছাতক উপজেলার মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর সঙ্গে পাশের বাড়ির ইদ্রিছ আলীর জমিনের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ওয়ারিশ আলীর ছেলে মো: জসিম উদ্দিন কবির ঘটনাস্থলেই মারা জান। আহত হন আরো ৮ জন । তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
আহতদের স্থানীয় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক দোজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Design and developed by ওয়েব হোম বিডি