ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩-আহত ২০

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩-আহত ২০

download-1সুনামগঞ্জ প্রতিনিধি :: ছাতকে  নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার সুনামগঞ্জ-সিলেট সড়কের জাতুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মৌসুমী পাল (২৪) ও রাধা রানী দাস (৪৭)।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটের কুমারগাঁও বাসস্টেশন থেকে সুনামগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা বাস ছাতক উপজেলার জাতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের হাইওয়ে থানার এস আই সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

সুনামগঞ্জের এএসপি (সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন,’দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com