ছাতকে পরিবাহন শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৬

ছাতকে পরিবাহন শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

file

সুরমা মেইল নিউজ : ছাতকে সিএনজি চালিত অটোরিকসা, টেম্পু ও লেগুনা চলাচলে পৌরসভা কর্তৃক ইজারা প্রদানের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ছাতক-সিলেট সড়ক অবরোধ করেছেন পরিবাহন শ্রমিকরা। সকাল ৯টা সড়কের মুক্তিরগাঁও এলাকায় তারা সড়ক অবরোধ কওে বিক্ষোভও করেন। নিয়মবর্হিভুত দেওয়া ইজারা বাতিলের দাবিতে শ্রমিকরা রাস্তায় বসে বিক্ষোভ করলে ছাতক-সুনামগঞ্জ ও ছাতক-সিলেট সড়কের দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। পরিবাহন শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনড় থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবাহন শ্রমিক নেতাদের সাথে দুপুর ১২টায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি নিস্পত্তির লক্ষে আগামি মঙ্গলবার আরো একটি বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করায় বেলা ১টায় পরিবাহন শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে সিএনজি চালিত অটোরিকসা, টেম্পু ও লেগুনা গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলা অটো-টেম্পু, অটোরিকসা ড্রাইভার্স ইউনিয়নের আওতাধীন ছাতক বাজার উপ-কমিটি-৯ শাখার অভিযোগ- ১৯৬৪ সাল থেকে ছাতক বাজারে সাবেক ইসলামীয়া বোর্ডিংয়ের সামনে সরকারি ভুমিতে বেবী স্ট্যান্ড স্থাপন হয়। ২০১৫ সাল পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে ইজারা প্রদানের কোন সিদ্ধান্ত হয়নি। পরিবাহন শ্রমিক নেতা ইমাদ উদ্দিন বলেন, গত ২৬ জানুয়ারি ছাতক বাজারের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় অস্থায়ী স্ট্যান্ডে ইজারা আওতাভূক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষনিকভাবে স্থানীয় সরকারের সচিব বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের অনুলিপি দেয়া হয় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে। কিন্তু এরপরও বিষয়টির কোন সমাধান হয়নি। এ ব্যাপারে ছাতক উপজেলার সহকারী কমিশানার (ভুমি) শেখ হাফিজুর রহমান জানান, জনসাধারণকে জিম্মি করে কোনো দাবি পুরণ করা যায় না। পৌরসভা কর্তৃপক্ষের সাথে ইজারা প্রদান নিয়ে কোনো জটিলতা থাকলে সেটি আলোচনা করে সমাধান করা হবে। বিষয়টি সুষ্ঠ সমাধানে আগামী সোমবার অথবা মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকও করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com