ছাতকে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

ছাতক প্রতিবেদক :: ছাতকের জাউয়াবাজারে পুলিশের কাছ থেকে এক আসামী ছিনিয়ে নেয়া হয়েছে। এসময় পুলিশের একটি মোটরসাইকেল ভাংচুর করে আসামীর সহযোগীরা।

রোববার রাতে উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন এলাকায় ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মিয়াকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করে ছাতক থানায় সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইর ঘটনায় কোন মামলা দায়ের না-হওয়ায় ব্যাপক রহস্য সৃষ্টির পাশাপাশি উপজেলাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

জানা যায়, রোববার রাতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বড়কাপন-টুকেরগাঁও গ্রামের ছইচ মিয়ার পুত্র বৈতুল্লাহকে (৪০) বড়কাপন বাজার থেকে গ্রেফতার করেন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নূর মিয়া তার সঙ্গীয় দুই এএসআই। আসামী বৈতুল্লাহকে নিয়ে যাওয়ার সময় তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

এসআই নূর মিয়া জানান, আসামীকে জাপটে ধরার পর সে কৌশলে পালিয়ে যায়।

ছাতক থানার ওসি আশেক সুজা মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামি বৈতুল্লাহ পালিয়ে গেছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

এ ব্যাপারে সোমবার দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন রশীদ জানান, পুলিশের কাছ থেকে আসামী ছিনতাইর ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com