ছাতকে সুপারী গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুনামগঞ্জ প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে সুপারী গাছ থেকে পড়ে আলমাছ আলী (১০) নামক এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত আলমাছ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দিনমজুর নুরুল ইসলামের শিশু পুত্র।

নিহত শিশুর পারিবার সুত্রে জানা যায়, প্রতিবেশেী ধনু নাথের ছেলে নিকলেশ নাথের পরিবার আলমাসকে ১০ টাকা ও সুপারীর ভাগ দেওয়ার প্রলোভন দেখিয়ে সোমবার সুপারী পাড়তে গাছে উঠান এই শিশুকে। এক পর্যায়ে গাছ থেকে মাটিতে পড়ে গেলে গুরুতর যখম হয় আলমাছ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর অবস্থার উন্নতি না হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও কলেজ হাসপাতালে প্রেরণ করলে মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার শিশুটির জানাজা শেষে তাকে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়।

নিহতের মামা ও প্রতিবেশীরা জানান, একমাত্র শিশুপুত্রকে হারিয়ে হতবাক হয়ে পড়েছেন দিনমজুড় নুরুল ইসলাম ও তার স্ত্রী। কারো সাথে কথা বলতে গেলেই কান্নায় ভেঙ্গে পড়ছেন বার বার।

দরিদ্র মানুষ থানা পুলিশে অভিযোগ করে কোন লাভ হবেনা ভেবেই পুলিশকে জানানো হয়নি বলেও জানিয়েছেন প্রতিবেশীরা।

উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহেল আহমদ জানান, মঙ্গলবার রাতে নিহতের পরিবার ও যাদের বাড়িতে সুপারী পাড়ার জন্য ওই শিশুকে গাছে উঠানো হয়েছিলো তারাও আমাকে শিশুর মৃত্যুর বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু পরবর্তীতে কী ভাবে ওই শিশুর লাশ দাফন করা হয়েছে আমি সে বিষয়ে অবহিত নই কিংবা কেউ আমাকে অবহিত করেননি।

ছাতক থানার ওসি মো. আশেক সুজা মামুন বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com