সিলেট ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : নীলফামারীর ডোমারের আলোচিত ছাত্রদল কর্মী রাকিবুল হাসান পাপ্পু হত্যা মামলায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ মে) দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: মাহবুবুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।
অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল ইসলাম জানিয়েছেন- ২০১৩ সালের ১৭ জুলাই বাকডোকরা এলাকায় ডোমারের চিকনমাটি এলাকার বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান পাপ্পুকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় নিহতের চাচা মকদুমুল হক চান্নু বাদী হয়ে ঘটনার পরদিন ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার উপ-পরিদর্শক শাহিনীর সিদ্দিকী তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় ঘোষণার সময় বাকডোকরার আব্দুল হাকিম মুহুরীর ছেলে কামরুজ্জামান সেবু আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর দুই আসামি নওদাবস এলাকার আনসার আলী মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম নাদের ও লালমনিরহাট জেলার সাটঘর এলাকার মৃত প্রশন্ন কুমার রায়ের ছেলে বুদ্ধদেব রায় পলাতক রয়েছেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি