ছাত্রদল কর্মী পাপ্পু হত্যা : ৩ জনের ফাঁসির আদেশ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

ছাত্রদল কর্মী পাপ্পু হত্যা : ৩ জনের ফাঁসির আদেশ

download

সুরমা মেইল নিউজ : নীলফামারীর ডোমারের আলোচিত ছাত্রদল কর্মী রাকিবুল হাসান পাপ্পু হত্যা মামলায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ মে) দুপুরে নীলফামারীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো: মাহবুবুল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তদের মধ্যে একজন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুইজন পলাতক রয়েছেন।

অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল ইসলাম জানিয়েছেন- ২০১৩ সালের ১৭ জুলাই  বাকডোকরা এলাকায় ডোমারের চিকনমাটি এলাকার বেলাল হোসেনের ছেলে রাকিবুল হাসান পাপ্পুকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে আসামিরা।

এ ঘটনায় নিহতের চাচা মকদুমুল হক চান্নু বাদী হয়ে ঘটনার পরদিন ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার উপ-পরিদর্শক শাহিনীর সিদ্দিকী তিনজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায় ঘোষণার সময় বাকডোকরার আব্দুল হাকিম মুহুরীর ছেলে কামরুজ্জামান সেবু আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর দুই আসামি নওদাবস এলাকার আনসার আলী মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম নাদের ও লালমনিরহাট জেলার সাটঘর এলাকার মৃত প্রশন্ন কুমার রায়ের ছেলে বুদ্ধদেব রায় পলাতক রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com