সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার নিজ বাসা নগরীর কুয়ারপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ সিলেটভিউ২৪ডটকমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, শাকিল মুর্শেদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, শাকিল মুর্শেদকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন সিলেটের বিদ্রোহী ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও ভিপি মাহবুবুল হক চৌধুরী জানান, শাকিল বিগত দিনে সরকার বিরোধী সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি শাকিলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Design and developed by ওয়েব হোম বিডি