ছাত্রদল সভাপতি সাঈদ শ্রিঘরে- নেতৃবৃন্ধের নিন্দা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

ছাত্রদল সভাপতি সাঈদ শ্রিঘরে- নেতৃবৃন্ধের নিন্দা

55222
সুরমা মেইল নিউজ : সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাঈদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- সরকার দলীয় ছাত্র সংগঠনের অস্ত্রের ঝন-ঝনানী ও গুলাগুলি-রক্তক্ষয়ী সংঘর্ষ যখন সিলেটের ছাত্র সমাজের মাঝে আতংক সৃষ্টি করে চলেছে। এমতাবস্থায় সিলেটবাসীর দৃষ্টি ভিন্নদিকে ফেরাতেই সিলেট জেলা ছাত্রদল সভাপতিকে অন্যায়ভাবে র‌্যাব দিয়ে গ্রেফতার করানো হয়েছে। আমরা আইনশৃংলা রক্ষাকারি বাহিনীর এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ছাত্রদল নেতা সাঈদ আহমদ সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদের মুক্তির দাবি জানিয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আহাদ খান জামাল।এক বিবৃতিতে জামাল বলেন- কাউন্সিলের মাধ্যমে বিএনপি যখন শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সরকার বিরোধী আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে তখন সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হয়রানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সাঈদকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে সাঈদের মুক্তির দাবি জানান। সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে গ্রেফতারের নিন্দা ও তার মুক্তির দাবি জানিয়েছেন সিলে জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। এ দিকে সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকি খালেদ, জেলা সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এবং মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান প্রেরিত এক বিবৃতিতে বলা হয় অবিলম্বে জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদকে নিঃশর্ত মুক্তি না দিলে সিলেটের আপামর ছাত্রজনতার তীব্র আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করবে।’ অপর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সাঈদ আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রদল নেতা সাঈদ আহমদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com