সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৫
সুরমা মেইলঃ এও কি ভাবা যায় যে মাত্র ১০০ টাকার একটি নোট হারিয়ে যাওয়ায় ১২ ছাত্রীকে নগ্ন করে তল্লাসী করবেন কেউ! হ্যাঁ এমনটিই ঘটেছে ।ঘটনাটি ঘটিয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের মান্ডওয়ার এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
সন্দেহের বশে ছাত্রীদের নগ্ন করিয়ে সন্ধান চালিয়েছেন হারানো টাকার! কিন্তু কোনো লাভ হয়নি, হারানো টাকা এতেও তিনি খুঁজে পাননি।
এ ঘটনায় ক্ষেপে উঠেছে ছাত্রীদের অভিভাবকরা। ওই ছাত্রীরা তাদের অভিভাবকদের কাছে এ বিষয়ে নালিশ করলে তারা স্কুলে এসে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার পদত্যাগও দাবি করেন।
এ ঘটনায় রাজ্যের শিক্ষা দপ্তর ওই প্রধান শিক্ষিকাকে সাসপেন্ড করেছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারবেন না বলেও জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি