ছাত্র আন্দোলনে হামলা: হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

ছাত্র আন্দোলনে হামলা: হবিগঞ্জে উপসহকারী ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ ভূমি অফিসের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (১৯ মার্চ) উপজেলার জলসুখা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মো. রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মো. রজব আলীর ছেলে। তিনি আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা। তিনি এর আগে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

 

গত ৫ আগস্টের পর গ্রেপ্তার এড়াতে রাসেল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ম্যানেজ করে শায়েস্তাগঞ্জ ভূমি থেকে আজমিরীগঞ্জ জলসুখা ভূমি অফিসে বদলি হন।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন।

 

এ সময় তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বাবা মো. রজব আলীর বিরুদ্ধেও শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে বলে জানান তিনি।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com