ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের পর আদিবাসী গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের পর আদিবাসী গৃহবধুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ছেলের চুরির অপবাদে মাকে নির্যাতনের ১৪ ঘণ্টা পর মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২২ মে) সকালে ঠাকুরগাঁওয়ের পরিষদ পাড়ার লিচু বাগানের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জায়ন ঋষি পরিষদ পাড়ার বিশু ঋষির স্ত্রী।

 

স্বজনরা জানায়, জায়নের একমাত্র ছেলে রাজন ঋষিকে ৩ লক্ষ টাকা চুরির অপরাধে মার, ধর, ও নির্যাতন করে একই পাড়ার আমজাদ নামের এক ব্যক্তি। নির্যাতন সইতে না পেরে রাজন বলে চুরিকৃত টাকা তার মায়ের কাছে রয়েছে। তখন আমজাদের লোকজন নিহত জায়ন ও তার স্বামী বিশুকে বেধড়ক পেটায় পরবর্তীতে সন্ধ্যায় জায়নকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যায়। পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী লিচু গাছ বাগান থেকে উদ্ধার করা হয়।

 

নিহত জায়নের লাশ নিয়ে আদিবাসী গোষ্ঠী ঠাকুরগাঁও থানায় বিচারের দাবিতে আসলে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানায় তদন্ত সাপেক্ষে দোষীদের যথাযথ আইনের আওতায় আনা হবে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com