ছোট ভাইয়ের হাতে খুন

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

ছোট ভাইয়ের হাতে খুন

images

সুরমা মেইল নিউজ : ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে শাহীন (১৯) নামে এক বড় ভাই খুন হয়েছেন। রোববার (০৫ জুন) সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন বনগ্রাম গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় ছোট ভাইকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, সকালে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বনগ্রাম গ্রামের আবু তাহেরের দুই ছেলে শাহীন ও মামুনের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে ঝাগড়া হয়। ঘটনার এক পর্যায়ে ছোট ভাই মামুন বড় ভাই শাহীনকে দা দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছোট ভাই মামুনকে আটক করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ঘটনায় ছোট ভাইকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com