ছয় দফা দাবীতে রেল অবরোধ, ১৫ দিনের মধ্যে দাবী পূরণের আশ্বাস

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬

ছয় দফা দাবীতে রেল অবরোধ, ১৫ দিনের মধ্যে দাবী পূরণের আশ্বাস

shaistagonj-300x188

হবিগঞ্জ সংবাদদাতা :: শায়েস্তাগঞ্জ রেল জংশনের ট্রেনের টিকেট বৃদ্ধিসহ ছয় দফা দাবীতে রেল পথ অবরোধ করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট, সিলেট চট্টগ্রাম রেলপথ অবরোধ করা হয়। সর্বদলীয় শায়েস্তাগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে সর্বস্তরের জনসাধারণ এই দাবীতে একাত্বতা প্রকাশ করেন।

সকাল ১০ টায় ঢাকাগামী কালনী এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ পৌছলে অবরোধকারীরা ট্রেনটি আটক করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সেলফোনে অবরোধের বিষয়টি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে অবরোধকারীদের ছয় দফা দাবী পূরণ করা হবে এবং ৩-৪ দিনের মধ্যে আন্তনগর ট্রেনের টিকেট বৃদ্ধির আশ্বাস দিলে অবরোধকারীগন সাময়িকভাবে রেল অবরোধ তুলে নেয়। অবশেষে অবরোধে আটকা পড়া কালনী ট্রেনটি আধা ঘণ্টা পরে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

সর্বদলীয় উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন শাহেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, প্রবীন আওয়ামলীগ নেতা শেখ মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, বংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমী, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক টিএম আফজল, ফোরামের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লিটন, মাসুক আহমেদ, প্রসেনজিত দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com