জকিগঞ্জে ওয়ার্ড আ.লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

জকিগঞ্জে ওয়ার্ড আ.লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

জকিগঞ্জ সংবাদদাতা :
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগ কর্মী সালেহ আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

আটকের পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) জকিগঞ্জ আদলতে সোপর্দ করা হয়েছে বলে জকিগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে।

 

গ্রেফতারকৃত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম উপজেলার সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ কর্মী সালেহ আহমদ একই ইউনিয়নের ফলাহাট গ্রামের মৃত সুয়াইবুর রাহমানের ছেলে।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন- বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এই মামলায় আটককৃত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য সালেহ আহমদ মামলার তদন্তে প্রপ্ত আসামি আসামি।

 

রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com