সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার মাহফিল করেছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
সোমবার (২৪ মার্চ) জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অফিসে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আহসান হাবীব লায়েকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ লেখক পরিষদের সহ-সভাপতি কবি মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী আব্দুল বাছিত তালুকদার।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, জকিগঞ্জের মানুষের সুখে দুঃখে কাজ করে আসছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। তাদের নিরপেক্ষ সাংবাদিকতায় জনসাধারণের আস্তা অর্জন করার সাথে উপজেলা বাসীর দলমত নির্বিশেষে একত্রে বাসার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম তৈরী হয়েছে। আশা করি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ভবিষ্যতে তার ধারাবাহিকতা রক্ষা রাখবে।
বক্তারা আরো বলেন, সাংবাদিকতার মৌলিক নীতি হলো সততা, নির্ভুলতা, পক্ষপাতহীনতা বা ন্যায্যতা এগুলো হৃদয়ে ধারণ করে যদি সাংবাদিকতা করা যায় এবং তরণদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে দেশ ও জনগণের কল্যান হয়। প্রেসক্লাব নেতৃবৃন্দকে কাজ করতে হবে সাংবাদিকতার নীতি নিয়ে, কী লেখা যাবে, কী লেখা যাবে না, কার ছবি দেওয়া যাবে, কার ছবি দেওয়া যাবে না, এই যে অনেক নীতি-নৈতিকতার মানদণ্ড আছে-এগুলো নিয়ে কাজ করতে হবে। নৈতিক সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আমাদের সাংবাদিকতা বৈশ্বিক সাংবাদিকতা থেকে অনেক পিছিয়ে আছে। কাজেই আমাদের নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, সাংবাদিকগণ হলেন সমাজের দর্পণ। একজন প্রকৃত সাংবাদিক কখনো কোন ব্যক্তি বা দলের হয়ে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে কাজ করতে পারেন না। তাই জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের কাছে আমরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনে স্বচেষ্ট হওয়ার অনুরোধ করছি।
জকিগঞ্জ টিভির রিপোর্টার মাজহারুল ইসলাম চৌধুরীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ, ব্যবসায়ী আব্দুশ শহীদ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জৈন্তা বার্তার প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি আহমদ হোসাইন আইমান, নির্বাহী সদস্য কবি হাবিবুল্লাহ মিসবাহ, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুশ শহীদ শাকির, দৈনিক সমাচার প্রতিনিধি আজাদুর রহমান, স্বপ্নের টিভির পরিচালক সাইফুর রহমান, দৈনিক আলোকিত সিলেট প্রতিনিধি তানিম আহমদ প্রমুখ।
(সুরমামেইল/এএইচএল)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি