সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫
সুরমামেইল ডটকম : আজ বুধবার সকাল থেকে চলছে সিলেটের ৩ পৌরসভায় ভোটগ্রহণ।
তবে জকিগঞ্জে তিন প্রার্থীর অভিযোগ করছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বদরুল হক বাদল, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আবদুল মালেক ফারুক।
তারা বলেন, বিষয়টি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও র্যাবকে জানিয়েছেন।
বদরুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।
ফারুক আহমদ জগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
এদিকে জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল মালেক ফারুক অভিযোগ করে বলেন, ‘পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনসার ক্যাম্পে আঞ্জুমানে আল ইসলাহ’র কর্মী আজমল আলী লাঙ্গল প্রতীকের ভোটারদের ভোট প্রদানে হুমকি দিচ্ছে। সে লাঙ্গল প্রতীকে ভোট না দিয়ে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিফজুর রহমানের মোবাইল ফোনে ভোট দেয়ার জন্য হুমকি দিচ্ছে।’
অভিযোগের বিষয়ে জকিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মোবাশ্বেরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। জাল ভোটের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি