জকিগঞ্জে তিন দলের প্রার্থীর অভিযোগ

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫

জকিগঞ্জে তিন দলের প্রার্থীর অভিযোগ

Manual1 Ad Code

Ellection

Manual6 Ad Code

সুরমামেইল ডটকম : আজ বুধবার সকাল থেকে চলছে সিলেটের ৩ পৌরসভায় ভোটগ্রহণ।

Manual4 Ad Code

তবে জকিগঞ্জে তিন প্রার্থীর অভিযোগ করছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী বদরুল হক বাদল, স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আবদুল মালেক ফারুক।

Manual3 Ad Code

তারা বলেন, বিষয়টি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও র‌্যাবকে জানিয়েছেন।

Manual7 Ad Code

বদরুল হক বাদল ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন।

ফারুক আহমদ জগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

এদিকে জকিগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র, জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী আবদুল মালেক ফারুক অভিযোগ করে বলেন, ‘পৌরসভার ৭ নং ওয়ার্ডের আনসার ক্যাম্পে আঞ্জুমানে আল ইসলাহ’র কর্মী আজমল আলী লাঙ্গল প্রতীকের ভোটারদের ভোট প্রদানে হুমকি দিচ্ছে। সে লাঙ্গল প্রতীকে ভোট না দিয়ে আল ইসলাহ সমর্থিত প্রার্থী হিফজুর রহমানের মোবাইল ফোনে ভোট দেয়ার জন্য হুমকি দিচ্ছে।’

অভিযোগের বিষয়ে জকিগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার মোবাশ্বেরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ামাত্রই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিএনপি প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সেখানে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। জাল ভোটের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code