জকিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মহিষ ছিনতাই

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

জকিগঞ্জে দিনদুপুরে ব্যবসায়ীর মহিষ ছিনতাই

জকিগঞ্জ সংবাদদাতা :
জকিগঞ্জে দিনদুপুরে এক মাংস ব্যবসায়ীর লক্ষাধিক টাকার মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর) উপজেলার বারঠাকুরী ইউনিয়নের চান্দপুর এলাকায় বিকাল ৪টার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

 

ভোক্তভোগী ব্যবসায়ী রফিক আহমদ (৫৩) জকিগঞ্জ পৌরসভার মাইজকান্দি গ্রামের মৃত ময়ুর আলীর ছেলে এবং জকিগঞ্জ বাজারের গোশতের ব্যবসায়ী।

 

এ ঘটনায় রফিক আহমদ বাদী হয়ে সহিদাবাদ গ্রামের ছুনু মিয়ার ছেলে কালাম আহমদ (৪০), আব্দুর রহমান (৪২), জয়নাল আহমদ (৪৫) এবং একই গ্রামের কুটু মিয়ার ছেলে আলাই মিয়া (৪০), জামাল আহমদ (৩৫), আব্দুল হান্নানের ছেলে ময়নুল হক (৩০), নজাই মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৫), নোয়াগ্রামের উরফিজ আলীর ছেলে ফেরদৌস আহমদ (৫০), তৈয়ব আলীর ছেলে কটাই মিয়া (৫০), আহাদ আহমদ (৪৫) সহ অজ্ঞাতনামাদের আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর, বুধবার বারঠাকুরী ইউনিয়নের খাসিরচক এলাকা থেকে মারজান আহমদ ও তাহার পিতা জালাল উদ্দিনের কাছ থেকে বাচ্চা সহ একটি মহিষ ১ লক্ষ ৭০ হাজার টাকায় খরিদ করেন রফিক আহমদ। পরে স্বাক্ষী আব্দুস সালামকে মহিষ গুলো জকিগঞ্জ বাজারে পৌছে দেওয়ার জন্য পাঠালে রাস্তায় চান্দপুর এলাকায় অপর স্বাক্ষী পিয়ারা বেগমের বসত বাড়ীর সামনে বিকাল ৪ টার সময় ছিনতাই কারীরা আব্দুস সালামের গতিরোধ করে মারপিট করে বাচ্চা সহ মহিষ নিয়া যায়।

 

পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে মহিষ গুলো উদ্ধার করার চেষ্টা করলে বিবাদীরা মারধরের হুমকি দেয়।

 

এ ব্যাপারে বারঠাকুরী ইউনিয়ন পরিষদ মহিলা মেম্বার পিয়ারা বেগম বলেন, আমার সামনে কালাম আহমদ সহ কয়েকজন লোক অটোরিকশা (টমটম) গাড়ি থেকে নেমে ঐ মহিষগুলো ছিনিয়ে নেয়। আমি জানতে চাইলে তারা বলে এগুলো চুরি হওয়া মহিষ। পরে খবর নিয়ে জানতে পারি এ মহিষগুলো রফিক আহমদের ক্রয় করা।

 

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এ বিষয়ে একটি মামলা দাযের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এরআগে গত শুক্রবার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের ট্রাক্টর চালক আবুল কালামের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে চুরচক্র ৫টি গরু চুরি করে নিয়ে যায়।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com