সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জে নিখোঁজ কলেজ ছাত্রীকে প্রেমিকসহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৬ মার্চ (রোববার) প্রচন্ড বৃষ্টিতে ভিজে ইফতার শেষে পরিবারের অগোচরে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তরুণী।
উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালঘাট গ্রামে তরুণীর বাড়ি এবং সে একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্রী গত পাঁচদিন পূর্বে উপজেলার মানিকপুর ইউনিয়নে মানিকপুর গ্রামের কবির আহমদের ছেলে আবু তাহেরের সাথে পালিয়ে যায়। পরে তরুণীর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।
স্থানীয় সংরক্ষিত নারী সদস্য জাহানারা আক্তার উনু বলেন, আমি ওই মেয়েকে অনেক আদর করতাম। তার মা জন্ম দিলেও আমি অনেক যত্নে বড় করেছি। তার প্রতি অনেক স্নেহ ভালোবাসা রয়েছে। যে ছেলের সাথে সে পালিয়ে গেছে ওই ছেলের খালার বাড়ি তাদের বাড়ির পাশের বাড়ি। হটাৎ প্রেমের সম্পর্ক গড়ে এমন ঘটনা মেনে নেওয়ার মতো না। উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমি অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ছেলের মা আমাকে কোন পাত্তা দেননি।
তিনি বলেন, স্কুল সার্টিফিকেট ও জন্ম নিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৬ বছর ৮ মাস, তারা পালিয়ে গিয়ে তিন লাখ টাকা কাবিনে বিবাহও করে ফেলেছে।
জকিগঞ্জ থানায় নিখোঁজ জিডি হওয়ায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মানিকপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ওই মেয়েকে মানিকপুর এলাকা থেকে আবু তাহেরসহ আমরা উদ্ধার করি।
জিজ্ঞাসাবাদে সে জানায়- তাদের প্রেমের সম্পর্ক ছিল। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এএইচএল)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি