সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জে চাঞ্চল্যকর মুমিন হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। তবে মামলার অপর ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। নৃশংস এ হত্যাকাণ্ডে যে বিচার পাওয়া দরকার ছিল, আদালত তা দিয়েছেন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন। রায়ের সময় আদালতে আসামিরা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে মামলার অপর ১২ জন আসামিকে সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের মার্চ মাসে পারিবারিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সিলেটের জকিগঞ্জের মুমিনকে রাতের বেলায় ডেকে নেয় একদল লোক। পরে তাকে নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহত মুমিনের পরিবার মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করলেন।
এ রায়কে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিহতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করলেও খালাসপ্রাপ্তদের পরিবার স্বস্তি প্রকাশ করেছেন।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি