সিলেট ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাজারীচক এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে ফেলার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে স্বামী মিছবাহ উদ্দিন, শাশুড়ী আনোয়ারা বেগম ও ননদ মিনা বেগমকে আসামি করে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে লিখত অভিযোগ দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ বছর আগে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে মঙ্গলশাহ্ গ্রামের জহিরুল ইসলামের মেয়ে নাজমীন বেগমের সঙ্গে সুলতানপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের মৃত. আব্দুল খালিক কখা মিয়ার পুত্র মিছবাহ উদ্দিনের বিয়ে হয়।
তাদের দাম্পত্য জীবনে চার ছেলে এক মেয়ে রয়েছে। যৌতুকের জন্য মিছবাহ বিয়ের পর থেকে নানাভাবে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গত সোমবার রাতে নাজমীন বেগমকে পিত্রালয় হইতে ৫ লাখ টাকা আনার জন্য বেধড়ক মারধর করে রাতে ঘরে বাহিরে রেখে দরজা বন্ধ করে দে স্বামীসহ পরিবারের লোকজন।
মারধরের সময় ঘরে থাকা কাঁচি দিয়ে তার মাথার সব চুল কেটে দে। সারারাত ঘরের বাহিরে নির্ঘুম থেকে ভোর বেলা নানা বাড়িতে পালিয়ে গিয়ে তার মা ও চাচাকে জানালে তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জকিগঞ্জ থানায় নিয়ে আসেন।
পরে গৃহবধূ নাজমীন বাদি হয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করেন।
নাজমীন বেগম জানান, সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি এতোদিন মিছবাহ উদ্দিনের অত্যাচার সহ্য করেছেন। সোমবার রাতে তাকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে ফেলে। এ সময় তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করেন। পরে ঘরের দরজা বন্ধ করে বাহিরে রাখে দে স্বামীসহ পরিবারের লোকজন।
জকিগঞ্জ থানার এএসআই শামসুল হক সুমন মিছবাহ উদ্দিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(সুরমামেইল/এএইচএল)
Design and developed by ওয়েব হোম বিডি